আমাদের কথা
সমগ্র পৃথিবী যখন মানুষের হাতের আঙ্গুলের ডোগায় তখন আমরা কেন পিছিয়ে থাকব? ডিজিটাল প্রযুক্তির ছোয়ায় পবনাপুর মহিলা কলেজকে বাংলাদেশের মধ্যে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির কলেজে রূপান্তর করতে আমাদের সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংক্ষিপ্ত ইতিহাস
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন পবনাপুর ইউনিয়নের সকল শিক্ষার্থী শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল।বিশেষ করে নারী শিক্ষার অবনতি হওয়ায় ঠিক তখনি সুশিক্ষায় শিক্ষিত করা ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ২০০০ খ্রীঃ পবনাপুর মহিলা কলেজটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর অন্তর্গত পলাশবাড়ী উপজেলাধীন পবনাপুর ইউনিয়নে পবনাপুর গ্রামে স্থাপিত হয় । এই এলাকার সুধীসমাজের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা, পরিশ্রম ও আর্থিক সহযোগিতার মাধ্যমে কলেজটি এখনো সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।বর্তমানে পবনাপুর মহিলা কলেজটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর অধীনে সুনামের সাথে সামনে অগ্রসর হচ্ছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
শিক্ষার্থীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব অর্জনের লক্ষ্যে আধুনিক,ডিজিটাল, প্রযুক্তিগত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে গুনগত পরিবর্তন সাধন করে জ্ঞানী, গুণী, যোগ্য ও উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য।